সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
নোটিশ
সারাদেশে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে বাঁশখালী পোস্ট। যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ☎️01983881541- আপনার কোম্পানির বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন news@banshkhalipost.com  

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানের মাধ্যমে যাত্রা করলো “আলোকিত দ্বীপ চরতী” সহযোগী সামাজিক সংগঠন

এম মিজানুর রহমান; চরতী সাতকানিয়া
  • প্রকাশিত বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৫০৬ জন পড়েছেন

সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে দ্বীপ চরতী এলাকায় গরীব দুঃখী, কৃষক শ্রমিক, দিনমজুর মানুষের দুঃখ কষ্ট বিমোচনে দ্বীপ চরতী (১নং ওয়ার্ড) গ্ৰামের তরুণ যুবক এবং প্রবাসে অবস্থানরত সকলের প্রচেষ্টায় ও সহযোগিতায় ২০২৩ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০০টির অধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করলো আলোকিত দ্বীপ চরতী নামে একটি প্ল্যাটফর্ম।

বন্য দুর্গতদের নগদ অর্থ প্রদানে উপস্থিত আলোকিত দ্বীপ চরতীর প্রতিনিধি মোস্তাকিম ইমন উনার নিজস্ব ফেসবুকে লিখেছেন,
আলহামদুলিল্লাহ
আলোকিত দ্বীপ চরতী প্লাটফর্মের মাধ্যমে আপনাদের দেয়া নগদ ভালোবাসা দ্বীপ চরতীর একশত পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন\দিচ্ছেন আমাদের সেচ্ছাসেবক বৃন্দ।

দ্বীপ চরতীর অসহায় মানুষের পাশে দাঁড়াতে আপনাদের এগিয়ে আসা প্রমান করে আপনারা দ্বীপ চরতীকে কত ভালোবাসেন, হয়তো সুন্দর কোন উদ্যোগের অভাবে আপনাদের এই ভালোবাসা প্রকাশিত করার সুযোগ হয়ে উঠেনি, আলহামদুলিল্লাহ আজ আলোকিত দ্বীপচরতীর মাধ্যমে আপনার আমার সেই ভালোবাসা প্রকাশের সুযোগ হয়েছে।

আমাদের এই উদ্যোগে আপনারা সকলেই কেউ মানসিক কেউ আর্থিক আবার কেউ অন্য আরেক ভাইকে সহযোগিতা করতে উদ্বুদ্ধ করে সবাই ভালো মানসিকতার সাক্ষর রেখে যাচ্ছেন, সত্যি এ যেন এক ভালবাসার মিছিলে পরিনত হয়েছে।

ইনশাআল্লাহ ভবিষ্যতেও এলাকার সার্থে এগিয়ে এসে প্রিয় দ্বীপ চরতীকে এগিয়ে নিতে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, আপনার আমার সহযোগিতার মাধ্যমেই আমাদের দ্বীপ চরতী হবে আসল আলোকিত দ্বীপ চরতী।

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কাজে এগিয়ে আসা দেশে এবং প্রবাসে অবস্থানরত ছোট বড় সবাইকে, ধন্যবাদ প্রিয় সেচ্ছাসেবক বৃন্দ।

আরো উপস্থিত ছিলেন আহসান হাবিব, হান্নান মোহাম্মদ সেলিম, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান জোহান, শহিদুল ইসলাম সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
© বাঁশখালী পোষ্ট কর্তৃক © ২০২৩ স্বর্বস্বত্ত সংরক্ষিত
bkpostlic